আগামী ৩ দিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
৩০ আগস্ট ২০২০ ১২:১৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৬:১১
ঢাকা: ঢাকার আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববারের (৩০ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এ তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতাও বাড়তে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
অধিদফতর বলছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের আদ্রতা ৮১ শতাংশ এবং বিকালে তা কমে দাঁড়াবে ৬১ শতাংশে।