Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০০ নার্স নিয়োগ দেবে বিএসএমএমইউ


৩০ আগস্ট ২০২০ ০৯:০৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২০ ১৫:০৭

ঢাকা: ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। যেসব প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে (১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে), তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা ও পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে হবে অনলাইনে (www.bsmmu.edu.bd) ১৫ সেপ্টেম্বর ২০২০ দুপুর ২.৩০টার মধ্যে। আবেদন ফি ৫০০ টাকা। ফি জমা দেওয়া যাবে পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায়। ফি জমা দেওয়ার একদিন পর অনলাইনে চাকরির আবেদন করা যাবে।

বিজ্ঞাপন

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করতে হলে প্রার্থীর মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।

গত (২৪ আগস্ট) বিএসএমএমইউ ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া জন্য পুন:বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগেও (২৫ জানুয়ারি ২০২০) একবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিংকে: www.bsmmu.edu.bd/public/uploads/file /01b56b0aa3ececb7cca0ddb6570b0e34.pdf

খবর বাসস।

৬০০ নার্স নিয়োগ বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর