Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় খাল দখল করে সরকারি কর্মচারীর মাছ চাষ


২৯ আগস্ট ২০২০ ২০:৩৫

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর এলাকায় খাল দখল করে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। সেরাজুল হক ফকির (সিরু ফকির) নামের ওই কর্মচারীর বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও করেছেন।

অভিযুক্ত সেরাজুল হক ফকির পৌরসভার ৮নং ওয়ার্ড (সবুজনগর) এলাকার এছাহাক আলী ফকিরের ছেলে। সে বর্তমানে ভাণ্ডারিয়া পোষ্ট অফিসের রানার পদে কর্মরত।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর শহরের ৮ ও ৯ নং ওয়ার্ডের সবুজ নগর এলাকার গাজী বাড়ির পিছনে সরকারি হাসিখাল জোরপূর্বক দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় সেরাজুল হক ফকির।

স্থানীয় খলিলুর রহমান বলেন, ‘সরকারি খাল দখল করে মাছ চাষে বাধা দেওয়ায় আমার স্ত্রীসহ ৪ জনকে মারধর ও মিথ্যা মামলা করে সেরাজুল হক ফকির আমাদের হয়রানি করছে।’

মাছ চাষের সত্যতা স্বীকার করে অভিযুক্ত সেরাজুল হক ফকির বলেন, ‘সরকারি খালে মাছ চাষ করার কোনো অনুমতি নেই। খাল এমনিতেই ছিলো, সেখানে অল্পকিছু মাছ ছাড়া হয়েছে। দখলের কোনো প্রশ্নই আসে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার ঊর্মি ভৌমিক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘খাল দখলের অভিযোগের বিষয় মঠবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করে কোনভাবেই সরকারি খাল দখল করতে দেওয়া হবে না।’

খাল দখল মঠবাড়িয়া মাছ চাষের অভিযোগ সরকারি কর্মচারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর