Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত, তদন্ত কমিটি


২৯ আগস্ট ২০২০ ১৮:৪৬

বগুড়া: ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি। শুক্রবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর জেলা প্রশাসক অভিযুক্ত প্রভাষক আবদুল মোত্তালিব ও আব্দুল্লাহ আল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগগুলো তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দু’জন সদস্য হলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এবং বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বিয়াম মডেল স্কুল ও কলেজ যৌন হয়রানি সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর