Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পালানোর পর হাতকড়া পরা অবস্থায় কয়েদি গ্রেফতার


২৯ আগস্ট ২০২০ ১৭:২৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২০ ১৭:৩০

ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাধীন কয়েদি মিন্টু মিয়াকে (২৮) বাবুবাজার ব্রিজের নিচ থেকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার করেছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। শুক্রবার রাতে পালানোর পর শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পলাতক আসামি মিন্টু মিয়াকে বাবু বাজার ব্রিজের নিচ থেকে হাতকড়াসহ উদ্ধার করা হয়েছে। ওই কয়েদি গত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিডফোর্ট হাসপাতাল থেকে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

কারা কর্তৃপক্ষ জানায়, মিন্টু মিয়া টাঙ্গাইল জেলা কারাগারের মাদক মামলার হাজতি বন্দি। তার পিতার নাম আজাহারুল ইসলাম। আসামির বুকে ব্যথা ছিলো, একইসাথে হার্টের চিকিৎসা শেষে আবার ব্যথা বাড়ায় তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার করে গতকাল ২৮ আগস্ট ভর্তি করা হয়। গত ১৩ আগস্ট এই আসামি টাঙ্গাইল জেলা কারাগারে আসে।

আসামি পালানোর ঘটনায় দায়িত্বরত একজন প্রধান কারারক্ষী ও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ গ্রেফতার টপ নিউজ মিটফোর্ড হাসপাতাল হাতকড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর