আওয়ামী লীগের আমলে গুম-খুনের সংস্কৃতি চালু হয়েছে: রিজভী
২৯ আগস্ট ২০২০ ১৬:৫৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২০ ১৭:০৭
ঢাকা: আওয়ামী লীগের শাসনামলে দেশে গুম-খুনের সংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাসে শুধু বাকশাল-দুর্ভিক্ষই আছে। তাদের ইতিহাস শুধু বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন, মানুষ হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ইতিহাস। সে কারণেই বিএনপির প্রতি তাদের এত বিদ্বেষ।’
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলনা আকরম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘১৫ আগস্ট জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। ওই দিন রাত পর্যন্ত যারা মন্ত্রী ছিলেন, তারা গিয়ে শপথ নিলেন খন্দকার মোশতাকের কেবিনেটে। খন্দকার মোশতাকের কেবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জন বাকশালের মন্ত্রী ছিলেন। মরহুম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশালের মন্ত্রিসভা ছিল। সেই মন্ত্রিসভার মন্ত্রীরা মোস্তাকের কেবিনেটে শপথ নিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিন জন প্রধান খন্দকার মোশতাকের কাছে গিয়ে আনুগত্য স্বীকার করলেন। জিয়াউর রহমান তো যাননি।’
তিনি বলেন, ‘৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এ দেশের রাজনীতি ও প্রশাসনের ক্ষমতায় আবির্ভূত হন। তারপর আওয়ামী লীগ যত অপকর্ম করেছে সেখান থেকে শুভদিক যেটা, সেখানে তিনি দেশকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তারা গণতন্ত্র হত্যা করেছে, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তারা গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, জিয়াউর রহমান তা খুলে দিয়েছেন। এই যে পার্থক্য— এটি একটি ইতিবাচক পার্থক্য ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আর তাদের কাজ হচ্ছে শুধু হত্যা। শুধু মানুষ হত্যা নয়, বিরোধী দল হত্যা, গণতন্ত্র হত্যা।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তারা মনে করে বিএনপি নাই। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা যারা আছেন, সমালোচনা করার সময় জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে ব্যস্ত থাকেন। এ দেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেছিল সত্তরের নির্বাচনে। কিন্তু জনগণের আস্থার সঙ্গে বিশ্বাঘতকতা করেছে দলটি। আওয়ামী লীগের মনের মধ্যে একটি অপরাধবোধ কাজ করে, সেটি ঢাকার জন্য তারা জিয়া পরিবারের সমালোচনা করে।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যরা।