Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক


২৮ আগস্ট ২০২০ ২২:৪৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২০ ১৩:৩৩

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ আগস্ট) পৃথক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করে বলেন, ‘রাহাত খানের মৃত্যু দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

অপর এক শোকবার্তায় সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি একুশে পদকপ্রাপ্ত এই গুণীজনের সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দুঃখ রাষ্ট্রপতি রাহাত খান শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর