করোনা মোকাবিলায় আরও ১০ কোটি ডলার দিচ্ছে এআইআইবি
২৮ আগস্ট ২০২০ ১৮:২৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ২২:২৯
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে আরও ১০ কোটি ডলার দিচ্ছে বেইজিংভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। খবর নিউজ ১৮।
এর আগে, মে মাসে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) মোকাবিলায় দেশের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে ২৫ কোটি মার্কিন ডলার দিয়েছিল এআইআইবি।
এদিকে, এআইআইবি’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে করোনা টেস্ট, ট্রেস এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর শর্তে এই তহবিল ছাড় করা হয়েছে।
নিউজ ১৮ জানাচ্ছে, নভেল করোনাভাইরাস মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিকে লক্ষ্য করে পরিচালিত যে কর্মসূচির অধীনে এআইআইবি’র তহবিল বাংলাদেশকে দেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংকও তার অংশীদার।
অন্যদিকে, এআইআইবি’র এই কর্মসূচি’র মোট আকার ১৩০ কোটি মার্কিন ডলার বলেও নিউজ ১৮ জানিয়েছে।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কোভিড-১৯ চীন নভেল করোনাভাইরাস