‘অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয়ে সতর্ক থাকুন’
২৮ আগস্ট ২০২০ ১৪:৫৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১৭:৫০
ঢাকা: দলে অনুপ্রেবশকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়ে সবাইকে ফের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্নের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী। দুঃসময় এলে দীর্ঘদিনের নেতাকর্মীরাই দলকে ধরে রাখে, সুসময়ের বসন্তের কোকিলেরা দুঃসময়ে থাকে না। তাই দলের কোনো স্তরে কোনোভাবেই অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া যাবে না।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির উপকমিটির উদ্যোগে সরকারের স্বাস্থ্য অধিদফতরের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (সেবা) অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলমের কাছে সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তর করা হয়। এসময় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ উপকমিটির সদস্যরা।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে আসছে। তার সুযোগ্য নেতৃত্ব ও নিরলস পর্যবেক্ষণের কারণে সরকার শুরু থেকেই করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। এ ভাইরাসের অতীত ইতিহাস না থাকায় চিকিৎসা সেবার ক্ষেত্রে সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা দেখা দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে অল্প সময়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আমাদের এখানে তৈরি হয়েছে, যা দিন দিন বাড়ছে।
তিনি আরও বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও চিকিৎসা সেবার সুযোগ দিন দিন বাড়ছে। দেশে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখিতা কমিয়ে আনতে হবে। বিশেষায়িত হাসপাতালগুলোতে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তরিত করতে হবে।
সরকার গ্রামেও স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে চেষ্টা করছে জানিয়ে সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছেনি। নেত্রী শেখ হাসিনা চিকিৎসকদের গ্রামমুখী হওয়ার যে নির্দেশনা দিয়েছেন, তা যথাযথভাবে প্রতিপালন করলে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে সরকার।
অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলম আওয়ামী লীগ ওবায়দুল কাদের ডিজি হেলথ সুরক্ষা সামগ্রী হস্তান্তর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী