Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে সবজির দাম এখনও কমেনি 


২৮ আগস্ট ২০২০ ১৫:০৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১৭:৫৭

ঢাকা: সবজির বাজারে এখনও বন্যার প্রভাব রয়েছে। কোন কোন সবজির দাম গেল সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেড়েছে৷ মরিচের ঝালও আগের মতোই আছে। খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। এ ছাড়া চালের বাজারও বাড়তির দিকে রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারওয়ানবাজারে বেগুন ৫০ থেকে ৬০ টাকা , ঝিঙ্গা ৬০ টাকা, বটবটি ৭০ টাকা, পটল ৫০ টাকা,  টমেটো ১০০ টাকা ও গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এই বাজারের বিক্রেতা রবিন সারাবাংলাকে বলেন, গেল সপ্তাহের চেয়ে কিছু সবজির দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। নতুন করে কোন সবজির দাম কমেনি।

মহাখালীর বউবাজারে পেঁপে ৪০ টাকা, ঢেরশ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৫০ টাকা,  বেগুন ৮০ টাকা ও কড়লা ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১২০ কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর এই বাজারে শসা ৪০ থেকে ৮০ টাকা ও কাঁচামরিচ ১৪০ টাকা থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা হালিতে। এছাড়া দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৮০ টাকা ও আদা ১৪০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

এই বাজারের সবজি বিক্রেতা সেলিম সারাবাংলাকে বলেন, বন্যার কারণে সব সবজির দাম বাড়তি রয়েছে। সাধারণ সময়ের চেয়ে কোন কোন সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেশি।

এদিকে, কারওয়ানবাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪২  ও ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতা রহিম সারাবাংলাকে বলেন, পেঁয়াজের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। এছাড়া পাইকারি বাজারে রসুন ৭০ থেকে ৯০ টাকা ও আদা ১৪০ থেকে ১৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন ও আদার বাজার স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বাজারে চালের দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে। খুচরা বাজারে মিনিকেট ৫৫ টাকা, আটাশ ৪৮ টাকা, নাজিরশাইল ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট চালের দাম পড়ছে ২৬০০ টাকা, আটাশ ২২০০ টাকা ও নাজিরশাইল ২৮০০ থেকে ২৯০০ টাকা। কারওয়ান বাজারের পাইকারি বাজারের একটি দোকান মেসার্স হাজী ইসমাইল এন্ড সন্সের মালিক জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, চালের দাম কিছুটা বেড়েছে। কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। বস্তায় চালের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

কারওয়ানবাজারে গরু ৬০০ ও খাসি ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ১২৫ টাকা, পাকিস্তানি কর্ক ২৫০ টাকা ও সাদা কর্ক ২৩০ ও দেশি মুরগি ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে মুরগির দাম গেল সপ্তাহের মতোই স্থির রয়েছে।

সবজির দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর