Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে একাধিক অস্ত্র মামলার আসামি গ্রেফতার


২৮ আগস্ট ২০২০ ১৪:১৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একাধিক অস্ত্র মামলার আসামি গোপাল চন্দ্র সুত্রধর (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে দেশীয় ৮টি পাইপগানসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। গোপাল চন্দ্র সুত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ সুত্রধরের ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর নিদের্শনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস.আই নাজমুল হকসহ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে দৌলতপুর ইউনিয়নের অভিযান চালিয়ে ৮টি পাইপগানসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর