Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ২


২৮ আগস্ট ২০২০ ০৩:১৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ০৯:৪০

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দু’জনের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন (২৬) ও রকির (২৫) বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথে নওদাগ্রামের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। সেসময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় রকিকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর