Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির প্রশাসনিক ৪ পদে নতুন নিয়োগ, একজনকে পুনর্বহাল


২৮ আগস্ট ২০২০ ০১:৩১

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পাঁচ পদের মধ্যে চারটি পদে নতুন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি পদে বর্তমান দায়িত্বরতকেই পুনর্বহাল রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর সই করা আলাদা আলাদা অফিস আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে জনসংযোগ দফতর প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান ও পরিবহন প্রশাসক পদে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক নিয়োগ পেয়েছেন।

অন্যদিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহলকে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়ছে। তবে বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক পদে পুনঃনিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক সুফী।

রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর সই করা পৃথক অফিস আদেশে জানানো হয়, নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ প্রশাসনিক ৫ পদ রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর