Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর সিনহা নিহতের ঘটনায় সংসদীয় কমিটির উদ্বেগ


২৮ আগস্ট ২০২০ ০১:০৭

সিনহা মোহাম্মদ রাশেদ খান, ফাইল ছবি

ঢাকা: টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের পুলিশের গুলিতে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয় কমিটির বৈঠকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠক সূত্র জানিয়েছে, কক্সাবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে বৈঠকে অনির্ধারিত আলোচনা হয়। কমিটির অধিকাংশ সদস্যই এই আলোচনায় অংশ নেন। কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ওই ঘটনার তদন্ত চলছে।

আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে এ ধরনের ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে সার্বক্ষণিক তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা সংস্থার তৎপরতাও বাড়াতে বলেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনা নিয়ে কিছু আলোচনা হয়েছে। এ সংক্রান্ত মামলাটির তদন্ত চলছে। ফলে এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। কমিটির সদস্যরা ওই ঘটনার সুষ্ঠু বিচারের ওপর গুরুত্বারোপ করেছেন।

বিজ্ঞাপন

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অনেক অর্জন মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তাই পুলিশ বাহিনীতে যেখানেই ত্রুটি আছে, সেখানেই নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এটা তদন্তাধীন মামলা। এ অবস্থায় কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না। এতে তদন্ত বিঘ্নিত হতে পারে। তবে তদন্তে এ ঘটনার জন্য যারাই দোষী, তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে বলেও কমিটিতে আশ্বস্ত করেছেন তিনি।

আরও পড়ুন-

‘সিনহা নিহতের ঘটনা বিচ্ছিন্ন, যৌথ তদন্ত চলছে’

সিনহা হত্যা: তদন্ত কমিটি সময় পেল আরও ৭ দিন

লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা

সিনহা হত্যা ‘অপ্রত্যাশিত’— জানালো পুলিশ অ্যাসোসিয়েশনও

মেজর সিনহার মৃত্যু: কে বাদী, কে আসামি— উঠে আসবে তদন্তে

মেজর সিনহা হত্যা: গ্রেফতার ৩ এপিবিএন সদস্য ৭ দিনের রিমান্ডে

মেজর সিনহাকে খুব কাছ থেকে গুলি করা হয়: ময়নাতদন্ত প্রতিবেদন

‘সিনহা হত্যা নিয়ে ২ বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে’

আসাদুজ্জামান খাঁন কামাল টপ নিউজ পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মেরিন ড্রাইভ শামসুল হক টুকু সংসদীয় স্থায়ী কমিটি সিনহা মো. রাশেদ খান স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর