Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধানে মৃতের বিচারের বিধান নেই বলে জিয়ার বিচার হচ্ছে না’


২৭ আগস্ট ২০২০ ২১:০৩ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ১০:৫৩

সাভার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জিয়াউর রহমান জড়িত। যার অকাট্য প্রমাণ থাকার পরও বাংলাদেশের সংবিধানে মৃত ব্যক্তির বিচার করার বিধান নেই বিধায় তা করা সম্ভব হচ্ছে না।

বৃস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে এসব আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এসময় জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা ব্যক্তিদের বিষয়ে ইতিহাসের সাক্ষী রাখতে একটি জাতীয় কমিশন গঠনের জোর সুপারিশ জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। কোন খুনি রেহাই পাবে না।’

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘ভুল তথ্যের ভিত্তিত্তে হয়তো একটি জাতীয় দৈনিক প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন পকল্পে দুর্নীতির রির্পোট প্রকাশ করেছে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা একটি তালিকা তৈরি করেছি। ক্ষতিগ্রস্তদের খুব শিগগিরই সাহায্য করা হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খোকা থেকে জাতির পিতা হয়ে ওঠার আদ্যেপান্ত তুলে ধরেন। এতে আরও বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

অকাট্য প্রমাণ রেজাউল করিম

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর