Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটে


২৭ আগস্ট ২০২০ ২০:২৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২০ ০১:০৮

ঢাকা: ইন্টারনেট সেবাদাতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভ্যাট কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের ভ্যাট কমিয়েছে সরকার। খাতটির ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি), ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) এবং নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতাদের (এনটিটিএন) সেবার ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে সারা দেশে কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। সেই দাবির প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানতে চাইলে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক সারাবাংলাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের ভ্যাট কমানোর দাবি ছিল। ভ্যাট সমস্যার সমাধান না হওয়ায় আমাদের ওপর বাড়তি চাপ পড়ছিল। আগে আমাদের ৩৫ শতাংশ করের বোঝা বহন করতে হতো, এখন সেটা কমে ১৫ শতাংশে দাঁড়িয়েছে।’

ইন্টারনেট টপ নিউজ ব্রডব্যান্ড ভ্যাট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর