Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নিষিদ্ধের দাবি সাবেক মেয়র আ জ ম নাছিরের


২৭ আগস্ট ২০২০ ১৮:৩৮

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। নগরীর পশ্চিম ষোলশহর, শুলকবহর এবং আমিন জুট মিল সাংগঠনিক ওয়ার্ডে এই কর্মসূচি পালন করে নগর আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

সভায় প্রধান বক্তা আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। সেই শক্তি পরবর্তীতে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছে। জিয়া চার জাতীয় নেতাসহ হাজার হাজার ‍মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছে। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের শুধু আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তা নয়, বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃতও করেছেন।’

‘জিয়ার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে স্বামীর দেখানো পথে হেঁটেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য খালেদা জিয়া ও তারেক জিয়ার প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা করা হয়। এই হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। পাঁচশ’রও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। ২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার অপপ্রয়াসে জেএমবিকে দিয়ে ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা ঘটিয়েছেন।’

নাছির বলেন, ‘একের পর এক ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। আমি সরকারের কাছে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি করছি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের তালিকা থেকে বিএনপিকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

পাটকল বন্ধ করা নিয়ে ধূম্রজাল তৈরির অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বন্ধ করার পর সরকার নির্দিষ্ট সময়ে প্রত্যেক শ্রমিক-কর্মচারির বেতন-ভাতা পৌঁছে দিচ্ছে। এ নিয়ে কোনো ধরনের ধূম্রজাল তৈরির অবকাশ নেই। আমি বিশ্বাস করি এ নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিৎ নয়। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বন্ধ পাটকলগুলোতে এই শ্রমিকরাই আবারও নিয়োগ পাবেন। নগর আওয়ামী লীগ সবসময় শ্রমিকদের পাশে থাকবে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ।

আ জ ম নাছির উদ্দিন আওয়ামী লীগ চট্টগ্রাম দাবি নিষিদ্ধ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর