জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন
২৭ আগস্ট ২০২০ ১৭:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ ১৮:০১
ঢাকা: জাতীয় সংসদের শূন্য আসনসমূহে উপনির্বাচন উপলক্ষে পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে এই বোর্ড গঠন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে পার্লামেন্টারি বোর্ডের আহ্বায়ক করা হয়েছে। বোর্ডের সদস্য সচিব হচ্ছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
‘সাধারণ ভোটাররা উৎসাহী হবে এমন নির্বাচন চায় জাপা’
পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা হচ্ছেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এবং অ্যাডভোকেট সালমা ইসলাম।