Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আজ


২৭ আগস্ট ২০২০ ০৯:০৩

ঢাকা: দেশের ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুইটি নতুন বিদ্যুৎকেন্দ্র যাত্রা শুরু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই দুটি বিদুৎকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করবেন।

এ ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দুটি বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ১১টি গ্রিড সাব স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনেরও উদ্বোধন করা হবে।

এর আগে, দেশের ২৫৭ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তারসঙ্গে এই ৩১ উপজেলা যুক্ত হলে মোট ২৮৮ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।

এর মধ্য দিয়ে, দেশের ৯৭ ভাগ মানুষ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।

 

উদ্বোধন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকেন্দ্র শতভাগ বিদ্যুতায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর