Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ


২৭ আগস্ট ২০২০ ০৩:২০

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটুভাঙ্গা, মিরেরচর ও পাঁচ ময়না গ্রামে প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে ওই রাস্তায় ধানের চারা রোপন করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের হাটুভাঙ্গা-ময়না সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার নারী-পুরুষ।

ময়না চেয়ারম্যান বাড়ি হতে হাটুভাঙ্গা-মিরেরচর গ্রাম হয়ে পাঁচ ময়না মসজিদ পর্যন্তু সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে তিনগ্রামের প্রায় ১০ হাজার মানুষ। এছাড়া পথচারীদেরও পড়তে হচ্ছে দুর্ভোগে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, হাটুভাঙ্গা প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা মুরাদ মিয়া, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, শিক্ষার্থী সাদিয়া, ওমর ফারুক, আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ময়না ইউনিয়নের ময়না চেয়ারম্যান বাড়ি হতে হাটুভাঙ্গা-মিরেরচর গ্রাম হয়ে পাঁচ ময়না মসজিদ পর্যন্তু প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি দীর্ঘদিন পাকা না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমন বেহালদশায় সড়ক পাঁকাকরণের জন্য নানা জায়গায় ধর্না দিয়েও কোন কাজ হচ্ছে না গ্রামবাসীর। সড়কটি তিন গ্রামবাসীর উপজেলা শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী নারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব পেশাজীবী মানুষেরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওই সড়কে জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ওই রাস্তাটি স্থানীয় সাংসদের তালিকায় দেওয়া আছে। বাজেট হওয়ার পর কাজ শুরু হবে।

বিজ্ঞাপন

কৃষক গ্রামবাসী জনসাধারণ ধান প্রতিবাদ সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর