Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: স্মারক ডাকটিকেট প্রকাশ করছে নাইজেরিয়া


২৬ আগস্ট ২০২০ ১৯:২২

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫ টায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২ টায় অনুষ্ঠিত এক হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা যৌথভাবে এ স্মারক ডাকটিকেট অবমুক্ত করবেন।

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত থাকবেন। এছাড়া নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক ড. আদেবি আদেউসি এবং উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত থাকবেন।

নাইজেরিয়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার স্মারক ডাকটিকেট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর