আরও ৫৪ মৃত্যু, আক্রান্ত ৩ লাখের বেশি
২৬ আগস্ট ২০২০ ১৬:৩৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৯:০৫
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) এ আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৫১৯ জনের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ দুই হাজার ৪৭ জন। এই সময়ের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮২ জনে।
এছাড়াও, ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন তিন হাজার ৪২৭ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠার মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ১৮৩ জনে।
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে – ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ।
অধিদফর আরও জানিয়েছে, যে ৫৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে ৪৯ জন এবং বাড়িতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।