হিজবুল্লাহর সীমান্ত চৌকিতে ইসরায়েলের হামলা
২৬ আগস্ট ২০২০ ১২:২৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৪:৩২
লেবাননের শিয়া মতাদর্শিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স।
এ ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে তাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর বুধবার (২৬ আগস্ট) প্রথম প্রহরে কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টার ও বিমান হিজবুল্লাহ’র সীমান্ত চৌকিতে হামলা চালায়।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী সূত্র জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে হিজবুল্লাহর গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি। জবাবে, ইসরায়েলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করেছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে, গত মাসে ইসরায়েল অভিযোগ করে বলেছিল, লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল হিজবুল্লাহ। তখন তা অস্বীকার করেছিল লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠীটি। তারপর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে বলে খবর রয়টার্সের।
অন্যদিকে, গুলি ও পাল্টা হামলার এসব ঘটনা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার (২৬ আগস্ট) সকালে কারফিউ প্রত্যাহার করা হয়েছে বলে স্থানীয়রা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে।