Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজুরের সংসদ সদস্যপদ বাতিলের দাবি


২৫ আগস্ট ২০২০ ২০:৩৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২২:৫৮

ঢাকা: চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশে হামলার নির্দেশদাতা স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামে একটি সংগঠন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে সাতকানিয়া থানার সাবেক কমান্ডার রমিজ উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধারা তরুণ বয়সে নিজের জীবন বাজি রেখে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা মহান স্বাধীনতা অর্জন করি। অথচ আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে আমাদের ওপর হামলা হলো। এর থেকে লজ্জা আর কী হতে পারে? এ হামলা নতুন নয়, এর আগেও হামলার শিকার হতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই হামলার বিচার চাই। পাশাপাশি চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশে হামলার নির্দেশদাতা স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানাই।

মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি পারিবারিক সুরক্ষা আইন চাই। এই বৃদ্ধ বয়সে আমাদের ওপর নির্যাতন চলবে, এটা মানতে পারি না। আমরা এই হামলার নিন্দা জানাই। আর কোনো ব্যক্তি যেন এই ধরনের হামলা করার সাহস না পায়, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সংগঠনটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী মানববন্ধন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম মুক্তিযোদ্ধা সমাবেশ সংসদ সদস্য হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর