Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর কনডেম সেলে কাটিয়ে আপিলে খালাস ফাঁসির আসামি!


২৫ আগস্ট ২০২০ ২২:৪৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ০৮:৫৮

ঢাকা: ২০ বছর কনডেম সেলে থাকার পর মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ফাঁসির আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। খালাস পাওয়া জাহিদ শেখ খুলনা জেলার নারিকেল চানপুরের বাসিন্দা।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ। আদেশের বিষয়টি তিনি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৭ সালে বাগেরহাটে নিজ বাড়িতে জাহিদ শেখের স্ত্রী রহিমা ও তার মেয়ে রেশমা খাতুন খুন হন। পরে রহিমার বাবা মো. ময়েন উদ্দিন শেখ বাগেরহাটের ফকিরহাট থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি হিসেবে জাহিদ শেখকে গ্রেফতার করা হয়। পরে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শেষে আসামির ফাঁসির আদেশ দেওয়া হয়।

এরপর ২০০৪ সালে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের শুনানির জন্য তা (ডেথ রেফারেন্স) হাইকোর্টে আসে। শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এদিকে ২০০৭ সালে মামলাটি আপিল বিভাগে আসে।

দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটি সম্প্রতি প্রধান বিচারপতি নজরে আসে। এরপর মামলাটির শুনানি শুরু হয় এবং শুনানিতে মামলার বিভিন্ন অসঙ্গতি প্রকাশ পায়। যার পরিপ্রেক্ষিতে জাহিদ শেখকে খালাস দেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রদান করেন আপিল বিভাগ।

২০ বছর আপিল বিভাগ কনডেম সেল খালাস ফাঁসির আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর