Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্রাটকে বিএসএমএমইউতে জিজ্ঞাসাবাদ করছে দুদক


২৫ আগস্ট ২০২০ ১৫:২০ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২০:৫৮

ঢাকা: অবৈধ সম্পদের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার ( ২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এই জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে, গত বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া দেশের বাইরে নামে-বেনামে অন্তত ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সম্রাটের। উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদ রয়েছে তার। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় রয়েছে সম্পদ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাদক ব্যবসাসহ নানা অবৈধ উপায়ে এসব সম্পদ গড়েছেন তিনি। আর এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জিজ্ঞাসাবাদ দুদক বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর