সম্রাটকে বিএসএমএমইউতে জিজ্ঞাসাবাদ করছে দুদক
২৫ আগস্ট ২০২০ ১৫:২০ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২০:৫৮
ঢাকা: অবৈধ সম্পদের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মঙ্গলবার ( ২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এই জিজ্ঞাসাবাদ করছে।
এর আগে, গত বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া দেশের বাইরে নামে-বেনামে অন্তত ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সম্রাটের। উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে সম্পদ রয়েছে তার। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও আমেরিকায় রয়েছে সম্পদ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাদক ব্যবসাসহ নানা অবৈধ উপায়ে এসব সম্পদ গড়েছেন তিনি। আর এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।