Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক ব্যবহার না করায় হিলিতে ৯ দিনে ১০৯ জনকে জরিমানা


২৫ আগস্ট ২০২০ ১৮:০৬

দিনাজপুর (হিলি): করোনা সংক্রমণ কমাতে দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে ভ্রাম্যমান আদালত। মাস্ক না পরায় ৯ দিনে ১০৯ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলমের তত্ত্বাবধানে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাকিমপুর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট,হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় গত ৯ দিনে জনপ্রতিনিধি, দোকানি ও পথচারীসহ ১০৯ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ইউএনও আব্দুর রাফিউল আলম জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

বিজ্ঞাপন

হাকিমপুর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক ছাড়া দোকানে পণ্য বিক্রি ও চলাচল করায় জনপ্রতিনিধি, দোকানি ও পথচারীসহ ১০৯ জনকে ১ লক্ষ ১৪ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুরের হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর