ফেসবুকের নতুন ইন্টারফেস: ব্যবহারকারীরা বলছেন কুৎসিত
২৫ আগস্ট ২০২০ ১৪:২৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ১৬:২৬
ধীরে ধীরে ডেস্কটপে নতুন ইন্টারফেস উন্মুক্ত করতে শুরু করেছে ফেসবুক। সেপ্টেম্বর থেকে সব ব্যবহারকারীকেই নতুন ইন্টারফেস ব্যবহারে বাধ্য করবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
এর আগে, মে মাসেই নতুন এই ইন্টারফেসের ডিজাইন উন্মোচন করেছে ফেসবুক। তবে, নতুন ইন্টারফেসকে কুৎসিত বলে দাবি করেছেন অনেক ব্যবহারকারী।
এদিকে, ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, আগের চেয়ে অনেকটাই সহজ সরল ডিজাইন রয়েছে নতুন ইন্টারফেসে।
নতুন ইন্টারফেসে ওয়েবসাইটের ওপরের বারটির নীল রঙ বদলে সাদা করেছে ফেইসবুক। ওপরের বার অংশটিতেই হালকা ধূসর রঙে নিউজ ফিড, ফেসবুক মেসেঞ্জার, নোটিফিকেশনস, ওয়াচ, মার্কেটপ্লেস এবং গ্রুপস আইকন বসানো হয়েছে।
অন্যদিকে, ফেসবুকের লোগো বদলে উজ্জ্বল নীল রঙে শুধু ইংরেজি ‘এফ’ অক্ষর দিয়ে গোলাকার লোগো রেখেছে প্রতিষ্ঠানটি।
তবে, সহজসরল চেহারা এলেও নতুন নকশায় গ্রাহকের প্রাথমিক প্রতিক্রিয়া খুব বেশি সন্তোষজনক হয়নি।
টুইট বার্তায় এক ব্যবহারকারী বলেছেন, ফেসবুকের নতুন ডিজাইন হয়তো আমাকে অ্যাকাউন্ট মুছে ফেলতেই চূড়ান্তভাবে চাপ দিচ্ছে।
আরেক ব্যবহারকারী বলেছেন, ফেসবুকের নতুন ডিজাইন নিয়ে যারাই কাজ করেছেন তাদেরকে চাকরিচ্যূত করা উচিত। ইয়াক।
কৌতুকের ছলে আরেক ব্যবহারকারী বলেছেন, নতুন ডিজাইন ফেসবুকের একটি দারুণ ফিচার হলেও তার কাছে এটি একেবারেই আকর্ষণীয় নয়। এখন ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গেই বের হয়ে যেতে চান তিনি।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর থেকে সব গ্রাহককে নতুন ডিজাইনের ইন্টারফেসটি ব্যবহারে বাধ্য করবে ফেসবুক।