Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়মের অভিযোগে সিরাজুল ইসলাম মেডিকেলে অভিযানে র‍্যাব


২৫ আগস্ট ২০২০ ১৪:২৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ১৫:২৭

ঢাকা: রাজধানীর মৌচাক অবস্থিত সিরাজুল ইসলাম মেডিকেলে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর থেকে নানা অনিয়মের অভিযোগে অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের টাস্কফোর্সও সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিয়েছে। হাসপাতালটি অন্য হাসপাতাল থেকে রোগিদের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করে নিজেদের প্যাডে রিপোর্ট দিতো। ব্লাড সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়নি এবং সাধারণভাবে ফ্রিজিং করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আরও একাধিক অভিযোগ আমলে নিয়ে অভিযান পরিচালনা করছে র‍্যাব।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘বেশ কিছু অনিয়মের অভিযোগের ভিত্তিতে সিরাজুল ইসলাম মেডিকেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

অনিয়মের অভিযোগ অভিযান শুরু টপ নিউজ র‍্যাব সিরাজুল ইসলাম মেডিকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর