Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত এমপি দবিরুল, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়


২৫ আগস্ট ২০২০ ১২:৫৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়েছে স্বজনরা।

সোমবার (২৪ আগস্ট) রাতে হেলিকপ্টারযোগে ওই সংসদ সদস্যকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন তার বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বড় মেয়ে মুক্তি ইসলাম ও অন্যরা।

বিজ্ঞাপন

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কাসেম জানান, ঢাকায় পৌঁছানোর পর  এমপি দবিরুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমপি দবিরুল ইসলামের বড় ছেলে সুজন জানান, স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার ঢাকা নেওয়া হয়।

সোমবার ঢাকা পাঠানোর আগ পর্যন্ত প্রবীণ এই সংসদ সদস্য নিজ বাড়ি বালিয়াডাঙ্গীতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হওয়াসহ নানা জটিল সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যরা তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

করোনা দবিরুল ইসলাম সংসদ সদস্য হেলিকপ্টারযোগে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর