Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেলিভারি সার্ভিসের নামে চলছে রাইডশেয়ারিং, সিদ্ধান্ত আগস্টের শেষে


২৫ আগস্ট ২০২০ ০৮:১৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ১২:২৯

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে মার্চেই গণপরিবহন বন্ধের সঙ্গে বন্ধ করা হয়েছিল রাইডশেয়ারিং সেবা। জুলাইয়ের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গণপরিবহন ফের চালু হলেও রাইডশেয়ারিং সেবা বন্ধ রয়েছে। কিন্তু বাস্তবে ডেলিভারি সার্ভিসের মোটরসাইকেল সেবার নামে ঢাকা শহরে পুরোদমে চলছে রাইডশেয়ারিং। বিআরটিএ’র চোখ ফাঁকি দিয়ে উবার এবং পাঠাও তাদের ডেলিভারি সার্ভিসের নামে মোটরসাইকেল রাইডশেয়ারিং চালু রেখেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) বারিধারা ডিওএইচএস-থেকে পল্টনে যেতে উবার অ্যাপে ‘মোটো ডেলিভারি’ রিকোয়েস্ট দেওয়া মাত্রই একজন বাইকার ফোন করেন। এ সময় যাত্রী হিসেবে যেতে চাইলে তিনি এসে নিয়ে যান। পথে আলাপকালে তিনি জানান, মূলত রাইডশেয়ারিং করেন তিনি। এখন সবাই মোটো ডেলিভারিতে যাত্রী হয়ে যাচ্ছে। আর এটা নতুন নয়। গণপরিবহন চালুর দিন থেকেই এভাবে চলছে রাইডশেয়ারিং। এছাড়া দেখা গেছে, অ্যাপ ছাড়াই অ্যাপের সমপরিমাণ ভাড়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রী টানছে মোটরসাইকেলগুলো।

বিজ্ঞাপন

রাইডশেয়ারিং চালুর বিষয়ে বিআরটিএ’র এক কর্মকর্তা বলেন, ‘মোটরসাইকেল রাইডশেয়ারিং চালু নির্ভর করছে গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত হবে তার ওপর। যদি ৩০ আগস্টের পর ৬০ শতাংশ বাড়তি ভাড়া প্রত্যাহার হয়ে যায় তাহলে সেদিন থেকেই মোটরসাইকেল রাইডশেয়ারিং চালু করে দেওয়া হবে। ’

তবে ঢাকায় ডেলিভারি সার্ভিসের নামে চলছে মোটরসাইকেল রাইডশেয়ারিং- বিষয়টি জানালে বিআরটিএ’র নতুন চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘বিষয়টি তাদের রাইডশেয়ারিং শাখা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

একটি রাইড শেয়ারিং কোম্পানির কর্মকর্তারা জানান, বিআরটিএ’র রাইডশেয়ারিং যে নীতিমালা রয়েছে সেখানে ডেলিভারি সার্ভিসের বিষয়ে কিছু বলা নেই। যে কারণে এই সেবাটি অনুমোদনের কোনো বিষয়ও নেই। আর এটি ঢাকায় ব্যাপক জনপ্রিয়। যে কারণে রাইডশেয়ারিং মোটরসাইকেলগুলো এখন ডেলিভারি মোটরসাইকেল নামে যাত্রী টানছে।

পাঠাও’র ডেলিভারি উইং জানায়, তারা সার্ভারে যে তথ্য দেখতে পান তাতে ডেলিভারির পণ্য আনা-নেওয়া হচ্ছে। কিন্তু এখন মানুষ তার প্রয়োজনে ডেলিভরির মোটরসাইকেলে যাত্রী হয়ে আসা-যাওয়া করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বিআরটিএ’র মোটরসাইকেল রাইডশেয়ারিং সেবা চালুর অনুমতি দেওয়ার উচিত।

পাঠাও সূত্র জানায়, স্বাভাবিক সময়ের চেয়ে এখন ডেলিভারির মোটরসাইকেল অন্তত ২০ গুণ বেশি চলতে দেখা যাচ্ছে। আসলে এতে মানুষ আসা-যাওয়া করছে।

এদিকে বিআরটিএ জানিয়েছে, এতে নীতিমালার লঙ্ঘন হচ্ছে। এমন অপরাধে বিআরটিএ মোটরসাইকেলের এনলিস্টমেন্ট বাতিল করতে পারে। এছাড়া কোম্পানিকেও শাস্তির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে বিআরটিএ’র রাইডশেয়ারিং উইংয়ের এক কর্মকর্তা।

গণপরিবহন ডেলিভারি সার্ভিস মোটরসাইকেল রাইডশেয়ারিং রাইডশেয়ারিং সেবা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর