Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে নতুন দূত শামীম আহসান


২৫ আগস্ট ২০২০ ০১:২১

ঢাকা: কূটনীতিক মো. শামীম আহসানকে ইতালির রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার পদে কর্মরত। দ্রুতই তিনি সকল আনুষ্ঠানিকতা শেষ করে নতুন দায়িত্ব যোগ দেবেন বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, বিসিএস ১১তম ব্যাচে যোগ দেওয়ার মধ্য দিয়ে শামীম আহসানের কূটনৈতিক পেশা শুরু হয়। বাংলাদেশের হয়ে তিনি কুয়েত, দোহা, নাইরবি, রোম এবং ওয়াশিংটন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। একাধিক বৈশ্বিক অনুষ্ঠান ও সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

বিজ্ঞাপন

কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে শামীম আহসানের দুইটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তার লেখা কলাম দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধে বাঙালি কূটনীতিকদের ভূমিকা, আবহাওয়া, অর্থনৈতিক বিষয়সহ একাধিক ইস্যূতে তার লেখা কলাম ছাপা হয়েছে।

শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতোকত্তর উভয় পর্যায়েই প্রথম শ্রেণিতে প্রথম হন।

ইতালি নতুন দূত শামীম আহসান