Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় রূপগঞ্জে বিদ্যালয়ে বৃক্ষরোপণ


২৪ আগস্ট ২০২০ ১৯:১২

নারায়ণগঞ্জ: মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার চনপাড়া এলাকায় জনকল্যাণ সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কুলের ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ও রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলা লীগের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতার উদ্যোগে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরণের বৃক্ষ লাগানো হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন প‌রিষদের প্যানেল চেয়ারম্যান মো. বজলুর রহমান বজলু, রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলা লীগের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, জনকল্যাণ সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ম‌হিলা লীগের সভাপ‌তি নাজমা খানসহ স্থানীয় গণ্যমান্যরা।

কর্মসূচি পালন জাতির পিতা বস্ত্র ও পাটমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর