Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার সময়েই চট্টগ্রাম নগরী বৃক্ষশোভিত হয়েছে: নাছির


২৪ আগস্ট ২০২০ ১৮:৩৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১৮:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন দাবি করেছেন, তার মেয়াদেই চট্টগ্রাম নগরী বৃক্ষশোভিত হয়েছে। এর ফলে নগরবাসী ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছে বলে মনে করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নগরীর ঠান্ডাছড়ি, কূলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, অনন্যা কমিউনিটি সেন্টারে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি গ্রিন সিটি বিনির্মাণের স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মেয়র হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়েই চট্টগ্রাম নগরী বৃক্ষশোভিত হয়েছে। নগরীর আইল্যান্ড ও চত্বরগুলোতে লাগানো গাছের চারাগুলো এখন অনেক পরিণত হয়ে উঠেছে। এজন্য আমরা ভালোভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছি।’

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের কথা জানিয়ে সাবেক মেয়র নাছির বলেন, ‘মুজিববর্ষে প্রধানমন্ত্রী বেশি বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সঙ্গে সঙ্গতি রেখে এই চট্টগ্রাম নগরীকে একটি শ্যামল ভূস্বর্গ হিসেবে রচনা করতে চাই।’

মেয়র হিসেবে আ জ ম নাছির উদ্দীন দায়িত্ব পালনের সময় নগরীর বিভিন্ন সড়ক বিভাজক, চত্বর এবং ফুটপাতকে রাজনীতিক-জনপ্রতিনিধি-সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানকে সৌন্দর্যবর্ধনের জন্য বরাদ্দ দিয়েছিলেন। আ জ ম নাছির উদ্দীন বিদায় নেওয়ার পর আইন ভেঙে দেওয়া সেই বরাদ্দ নিয়ে এখন গণমাধ্যমে সমালোচনা চলছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এরই মধ্যে সেই বরাদ্দ বাতিলের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে বিতর্কের মধ্যেই সাবেক মেয়র নাছিরের এই বক্তব্য এসেছে।

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দুই কোটিরও বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রেখেছে। তবে দায়সারাভাবে বৃক্ষরোপণ করলে চলবে না, রোপিত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ শতভাগ নিশ্চিত করতে হবে।’

নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী।

আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক মেয়র বৃক্ষরোপণ সাবেক মেয়র

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর