জেকেজির সাবরিনাকে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ
২৪ আগস্ট ২০২০ ১৬:৫৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১৭:০৬
ঢাকা: করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ আগস্ট) সকালে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনি তাকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে গত ২০ আগস্ট সাবরিনাসহ ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় দুদক। সাবরিনা ও আরিফুল ছাড়া অন্যান্যরা হলেন- তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা।
উল্লেখ্য: ১৫ হাজার ৪৬০টি করোনার ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি ও সরবরাহ করে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবরিনার বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতে গত ১৩ জুলাই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
ফাইল ছবি