Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষা নিতে পারবে কওমি মাদরাসা, সিদ্ধান্ত হয়নি এইচএসসি’র বিষয়ে


২৪ আগস্ট ২০২০ ১৬:০১ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১৭:৩৯

ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে আটকে থাকা কওমি মাদরাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের সব পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে জেএসসি, এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। তিনি জানান, কোভিড-১৯ এর কারণে আটকে যাওয়া ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। মাদরাসাগুলোর দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে কওমি মাদরাসাগুলোকে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলেও কিতাব বিভাগে ক্লাস চালুর অনুমতি দেয়নি সরকার।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, স্কুল, কলেজ খুলে দেওয়া বা পিইসি, জেএসসি বা এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ মোটামুটি আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষার বিষয়েও শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দেখবে দেখে কুইকলি একটা সিদ্ধান্ত নেবে। সচিব (প্রাথমিক ও গণশিক্ষা) কালকেও প্রেসে কথা বলেছেন। তবে স্কুল, কলেজ এখনও খোলার মতো সময় আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।’

এর আগে, গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্র পৌঁছে দেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে তা স্থগিত রাখা হয়।

এর আগে, দেশের সব হাফিজিয়া মাদরাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার। গত ৮ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এছাড়া গত ১ জুন দেশের কওমি মাদরাসায় ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দেওয়া হয়।

এইচএসসি কওমি মাদরাসা জেএসসি টপ নিউজ মন্ত্রিসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর