‘দিনভর মাঝারি থেকে ভারী বর্ষণ, সমুদ্রে ৩ নম্বর সংকেত’
২৪ আগস্ট ২০২০ ১১:৫৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১৪:৫০
ঢাকা: পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও সকল নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই দিইয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।
তিনি বলেন, গত কয়েক দিনের মতো আজও অব্যাহত থাকবে মাঝারি থেকে ভারী বর্ষণ। তবে আজ অন্যান্য দিনের তুলনায় টানা বর্ষণের সম্ভাবনা কম বলে জানান তিনি।
তিনি আরও জানান, বরিশাল, পটুয়াখালী, যশোর, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাই এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাজধানীর পূর্ভাবাস সম্পর্কে তিনি বলেন, আজ রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোতে দুপুর নাগাদ ঝলমলে রোদ থাকতে পারে। তবে বিকেলের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে দুয়েক জায়গায় বজ্রসহ মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।