কনটেইনারের চাপে কাত জাহাজ, ঝুঁকির মুখে বন্দর
২৪ আগস্ট ২০২০ ০০:৫৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ০১:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের একটি জেটিতে রফতানি পণ্যবাহী কনটেইনারের চাপে ভারসাম্য রাখতে না পেরে একটি জাহাজ কাত হয়ে গেছে। এতে চট্টগ্রাম বন্দর ঝুঁকির মুখে পড়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ‘ওইএল হিন্দ’ নামে পানামার পতাকাবাহী একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএইচ লজিস্টিক্স।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, জাহাজটি রোববার দুপুরে জোয়ারের সময় কনটেইনার নিয়ে বন্দরের জেটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কনটেইনার বোঝাইয়ের পর সেটি কাত হয়ে পড়ে। জাহাজটিতে ১২৬০টি কনটেইনার আছে, এর মধ্যে ১০৫টি খালি।
প্রাথমিকভাবে ভারসাম্য আনতে আটটি কনটেইনার নামিয়ে ফেলা হয়। তবে সেটিকে সোজা করা যায়নি। বন্দরের কর্মকর্তা, জাহাজটির স্থানীয় প্রতিনিধিসহ সবপক্ষ মিলিয়ে জাহাজটিকে সোজা করার চেষ্টা করছে।
ওভারলোড কনটেইনারের চাপ চট্টগ্রাম বন্দর জাহাজ কাত রফতানি পণ্যবাহী জাহাজ