‘২০২২ সালের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ-জৈব সার উৎপাদন’
২২ আগস্ট ২০২০ ১৮:৫৫ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ১৮:৫৮
ঢাকা: বর্তমানে রাজধানীতে সবচেয়ে বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা। তবে ২০২২ সালের মধ্যেই এ সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা প্রায় ৮০ একর জায়গা অধিগ্রহণ করে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসার ইত্যাদি উৎপাদনে যাবো। এ সময়ের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং পরিবেশ অধিদফতরের সমন্বয়ে নগরবাসী এক নতুন স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাবে।’
শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ডিএনসিসির আওতাধীন গাবতলী কাঁচাবাজার ও ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনার অস্থায়ী যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শন এবং সেখান থেকে আমিনবাজার ল্যান্ডফিল্ড পরিদর্শন শেষে মেয়র এসব কথা বলেন।
আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘এই ল্যান্ডফিলকে একটি সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা দরকার। এটির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত ছিল। এরপর আমরা এটাকে ভার্টিকালি ওপরের দিকে ৬০ ফুট নিয়েছি। ২০২১ সালের ডিসেম্বরের পরে এখানে আর ময়লা ফেলার জায়গা থাকবে না। আমরা এখানে ৮০ একর জায়গা অধিগ্রহণ করে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ইত্যাদি উৎপাদনে যাবো। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ অধিদফতরের সমন্বয়ে আমরা এক নতুন স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাবো।’
‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে ঢাকায় আর আবর্জনা থাকবে না’
এর আগে গাবতলী কাঁচাবাজার পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির এই পাইকারি কাঁচাবাজার এবং কারওরান বাজারের কাঁচাবাজার যাত্রাবাড়িতে স্থানান্তর করার কথা ছিল। কিন্তু কাজটি আমরা এখনও করতে পারিনি। কারওয়ান বাজারের মতো এরকম একটা বিশৃঙ্খল মার্কেট ঢাকা শহরে থাকতে দেওয়া যায় না। এই বাজারকে সুন্দর ডিজাইন অনুযায়ী সাজানো দরকার।’
আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির ঈদে প্রধানমন্ত্রী আমাকে একটি অনুশাসন দিয়েছেন। গরুর হাটের পাশে একটি মডার্ন স্লটারিং হাউজ করার জন্য। এই অনুশাসনকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। গাবতলী গরুর হাটের পাশে আমরা একটি অত্যাধুনিক স্লটারিং হাউজ করবো।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৫২ একর জমি প্রয়াত মেয়র আনিসুল হক উদ্ধার করেছিলেন। এটি কোথাও কোথাও আবার দখল হয়ে গিয়েছে। এসব জায়গা পুনরুদ্ধার করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ অন্যরা।
জায়গা অধিগ্রহণ টপ নিউজ ডিএনসিসি বর্জ্য থেকে বিদ্যুৎ বর্জ্য ব্যবস্থাপনা মেয়র মো. আতিকুল ইসলাম