পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলি, মৃত ৫
২২ আগস্ট ২০২০ ১৬:৪৯ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ১৬:৫৬
পাঞ্জবের তারণতরণ জেলার খেমাকরন এলাকার পাক-ভারত সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচ ‘অনুপ্রবেশকারী’র মৃত্যু হয়েছে। খবর এএনআই।
শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, খেমাকরন সীমান্ত দিয়ে কয়েকজন পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিএসএফ’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে।
Alert troops of 103 Bn #BSF noticed suspicious movement of intruders violating IB. Upon being challenged to stop, intruders fired upon #BSF troops who retaliated in self defence. Resultantly, 05 intruders were shot. Intensive search ops is underway. pic.twitter.com/qwN5UoWC1A
— BSF PUNJAB FRONTIER (@BSF_Punjab) August 22, 2020
এ ব্যাপারে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বার্তায় বিএসএফ পাঞ্জাব জানিয়েছে, বিএসএফের টহল দল থামার নির্দেশ দিলে অনুপ্রবেশকারীরা গুলি ছোড়ে। তাই, আত্মরক্ষার্থে বিএসএফকেও পাল্টা গুলি ছুড়তে হয়।
বিএসএফ কর্মকর্তাদের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘অনুপ্রবেশকারী’দের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও দুটি পিস্তল জব্দ করা হয়েছে। এছাড়াও, ওই ঘটনার পর থেকে খেমাকরন এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ’কে প্রায়শই গুলি চালাতে হয়। কিন্তু, একসঙ্গে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যুর ঘটনা নিহতের ঘটনা দেখা যায়নি।