তুরস্ক উপকূলে মিলেছে প্রাকৃতিক গ্যাস
২২ আগস্ট ২০২০ ১৩:১৬ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ১৩:১৯
কৃষ্ণসাগর উপকূলে প্রাকৃতিক গ্যাসের এক বিশাল ভান্ডারের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর বিবিসি।
শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত এক ঘোষণায় এরদোয়ান বলেছেন, এই গ্যাস ভান্ডার জ্বালানি স্বনির্ভরতার ক্ষেত্রে তুরস্কে এক নতুন যুগের সূচনা করবে। ২০২৩ সাল নাগাদ ওই অঞ্চল থেকে গ্যাস উত্তোলন শুরু করা যাবে বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে, চলতি বছরের জুলাই থেকে কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে গ্যাস অনুসন্ধান চালিয়ে আসছিল ড্রিলিং জাহাজ ফতিহ। তুরস্ক উপকূল থেকে ১শ’ নটিক্যাল মাইল উত্তরে ‘টুনা ওয়ান’ এলাকায় অনুসন্ধান চালানোর পর একটি কূপ থেকে ৩২ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
এদিকে বিবিসি জানিয়েছে, তুরস্ক বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু করতে পারলে জ্বালানি খাতে দেশটির আমদানি নির্ভরতা কমে আসবে।
অন্যদিকে, জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এ পরিমাণ গ্যাস দিয়ে তুরস্কের অন্তত ২০ বছরের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হবে। তবে, বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের জন্য কয়েক দশক সময় এবং শত শত কোটি ডলার বিনিয়োগ দরকার হতে পারে বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন।