Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোয়ারে প্লাবিত বরিশাল, ভোগান্তিতে নগরবাসী


২২ আগস্ট ২০২০ ১১:৫৭ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ১৪:৩৪

বরিশাল: কীর্তনখোলা নদীর পানি বেড়ে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। মৌসুমের রেকর্ড পরিমাণে জোয়ারের পানির কারণে প্রতিদিন বাড়ছে পানির উচ্চতা। এতে  জলমগ্ন হয়ে পড়ছে বরিশাল নগরীর নতুন নতুন এলাকা। এর ফলে চরম ভোগান্তির পাশাপাশি গৃহবন্দি হয়ে পড়েছেন নগরবাসী।

এর আগে, গেল সপ্তাহ থেকেই বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় নগরীর বিভিন্ন সড়ক ও এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে পড়া-মহল্লার রাস্তা-ঘাট এমনকি বাসা বাড়িতে প্রবেশ করছে জোয়ারের পানি।

অন্যদিকে, নগরীর ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় ভাটার সময় জোয়ারের পানি নামছে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। জোয়ারের পানিতে নগরীর পথ-ঘাট তলিয়ে যাওয়ায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। বিক্রি কমে গেছে ব্যবসায়ীদের।

নগরবাসীর অভিযোগ, খালগুলো ভরাট করে ফেলা এবং ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় জোয়ারের পানি নামতে পারছে না।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সম্বনয়কারী মো. রফিকুল আলম সারাবাংলাকে জানান, বরিশাল অঞ্চলের নদীগুলোর তলদেশ বালিতে ভরাট হয়ে নাব্যতা সংকট দেখা দিয়েছে। তাই, জোয়ারের পানি উপচে উঠে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে।  এছাড়াও, নগরীর খাল দখল এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় নগরবাসীকে এমন দূর্ভোগ পোহাতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বরিশাল

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর