ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
২২ আগস্ট ২০২০ ১০:৩৯ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ১৪:২০
ভৈরব: ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ তন্নয় (১৫ ) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি শ্রী-নগর ইউনিয়নের ভবানিপুর গ্রামের সোলায়মানপুর এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে । নিহত তন্নয় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের( ১০ম ) শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসি ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঘরে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে তার ছিড়ে বিদ্যুৎপৃষ্টে মারাত্মক আহত হয় তন্ময়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আবুল বাসার জানান, বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎপৃষ্টে শেখ তন্নয় মারা গেছেন।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘরের ভেতর বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে তার ছিড়ে বিদ্যুৎপৃষ্টে তন্নয় মারা গেছেন বলে পরিবারের সদস্য ও এলাকাবাসিরা জানিয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে একটি লিখিত আবেদন দেবে বলে জানিয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।