ফেসবুককে জিজ্ঞাসাবাদ করবে ভারতের সংসদীয় কমিটি
২২ আগস্ট ২০২০ ০২:০০ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ১৪:১৩
ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুকের কন্টেন্ট সম্পাদনা নীতির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির ভারতে দায়িত্বশীল কর্তৃপক্ষকে তলব করেছে দেশটির তথ্য-প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। খবর রয়টার্স।
শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত ভারতের তথ্য-প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সেপ্টেম্বরের ২ তারিখের ফেসবুকের প্রতিনিধিকে কমিটির সামনে হাজির হতে হবে।
এ ব্যাপারে ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মহান এক বিবৃতিতে জানিয়েছেন, ফেসবুক উদার-স্বচ্ছ-অরাজনৈতিক প্লাটফর্ম। ব্যবহারকারীর মতামত প্রকাশের স্বাধীনতাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। পাশাপাশি, তারা ঘৃণাজীবী প্রচারণার বিরুদ্ধে, মানবিক সমতায় বিশ্বাসী এবং একই সঙ্গে গণতান্ত্রিক কাঠামোর প্রতিও শ্রদ্ধাশীল।
এর আগে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তেলেঙ্গানা রাজ্যের একজন বিধায়ক ফেসবুক পোস্টে মুসলিমদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করার পর ভারতের নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
পাশাপাশি, বিজেপি নেতার ওই পোস্টের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকের সম্পাদনা নীতি নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)। দলটির পক্ষ থেকে বলা হয়, কন্টেন্ট সম্পাদনার ক্ষেত্রে ফেসবুক পক্ষপাতমূলক আচরণ করছে।
এ ব্যাপারে ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি জানিয়েছে, ‘ঘৃণাজীবী’ ওই কনটেন্ট সম্পাদনা’র প্রস্তাবে মূলতঃ বাধ সাধেন ভারতে ফেসবুকের শীর্ষ লবিস্ট আঁখি দাস।
প্রতিবেদনে বলা হয়, ওই সুনির্দিষ্ট কনটেন্টের ব্যাপারে আঁখি দাস ফেসবুক কর্তৃপক্ষকে জানান, ক্ষমতাসীন বিজেপি নেতার পোস্টের ব্যাপারে সম্পাদনা নীতি অনুসরন করলে, দেশটিতে ফেসবুকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আঁখি দাসের ওই বক্তব্য নিয়ে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ভারত সরকার ফেসবুকের ব্যাপারে তাদের এমন অবস্থানের কথা জানালো।
এদিকে, সংসদীয় কমিটির এক সদস্য নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে জানিয়েছেন, ওই জিজ্ঞাসাবাদের সময় সীমা হবে ৩০ মিনিট। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে তাদের তৎপরতা জাতীয় স্বার্থের জন্য হুমকি কি না?
যদিও কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটির ব্যাপারে খোদ বিজেপি থেকেই প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, ভারতে কন্টেন্ট সম্পাদনার ক্ষেত্রে ফেসবুকের নীতিগুলো কী এবং তা বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হতে পারে।
প্রসঙ্গত, ৩০ কোটি অ্যাকাউন্ট নিয়ে ভারত এখন ফেসবুকের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে।
আঁখি দাস ফেসবুক ফেসবুক পোস্ট ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)