Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত কানিজ আলমাস খান আইসিইউতে


২১ আগস্ট ২০২০ ২২:১৬ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ২২:২২

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। তার উন্নত চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷

শুক্রবার (২১ আগস্ট) হাসপাতাল সূত্রে জানা যায়, কোভিড-১৯ আক্রান্ত কানিজ আলমাস খানকে গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, কানিজ আলমাস খান বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন। তার অক্সিজেন সাপোর্ট চলছে। ফুসফুসে তীব্র সংক্রমণ রয়েছে। করোনা সংক্রমণের পাশাপাশি তিনি হৃদযন্ত্রের সমস্যাতেও ভুগছেন। তার রক্তচাপ ওঠানামা করছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ বৈঠক করেছে।

পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান সফল নারী উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। তিনি প্রথমে ঢাকার কলাবাগানে ‘গ্ল্যামার’ নামে একটি সৌন্দর্য সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে গ্রাহকসংখ্যা বেড়ে যাওয়ায় রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সঙ্গে প্রতিষ্ঠা করেন ‘পারসোনা’। বর্তমানে বাংলাদেশে পারসোনার ১১টি শাখা রয়েছে।

২০০৫ সালে কানিজ আলমাস প্রথম বাংলা ফ্যাশন পত্রিকা ‘ক্যানভাস’ প্রকাশ করেছিলেন। ২০০৫ সালে তিনি পারসোনা মেনজ এবং পারসোনা অ্যাডামস শুরু করেন। বর্তমানে এটি পারসোনার পুরুষ সেবা বিভাগ।

২০০৭ সালে কানিজ আলমাস খান পারসোনা হেলথ প্রতিষ্ঠা করেন। এটি অ্যারোবিক্স, পাওয়ার-যোগ, জুম্বা, পাইলটস, স্ক্রিম সেবা প্রদান করে। এছাড়া পারসোনার অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন পারসোনা জিম ও পারসোনা ইনস্টিটিউট।

বিজ্ঞাপন

কানিজ আলমাস খান নিবিড় পরিচর্যা কেন্দ্র পারসোনা বেসরকারি হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর