Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য, জড়িতদের খুঁজছে পুলিশ


২১ আগস্ট ২০২০ ২১:১০ | আপডেট: ২২ আগস্ট ২০২০ ০২:০৫

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সাকিব আল হাসানের মেয়ের ছবিতে করা আপত্তিকর মন্তব্যকারীদের খুঁজছে পুলিশ। এখন আইডি শনাক্তের কাজ চলছে। শনাক্তের কাজ শেষ হলেই নোংরা মন্তব্যকারীদের ধরতে মাঠে নামবে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টায় ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার (ডিসি সাইবার) আ ফ ম আল কিবরিয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি বলেন, ‘শিশুটিকে নিয়ে করা বেশ কিছু আপত্তিকর মন্তব্য আমাদের চোখে পড়েছে। যেসব আইডি থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে সেগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাকিব আল হাসান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশের কাছে কেউ অভিযোগ করেছে এমন খবর পাইনি। তবে যেহেতু ফেসবুক ব্যবহারকারী অনেকে মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সেজন্য পুলিশ স্বপ্রণোদিত হয়ে কাজটি করছে।’

কেন এই বিকৃতি?

এক প্রশ্নের জবাবে ডিসি সাইবার বলেন, ‘সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক পেজেও অনেকে আপত্তিকর মন্তব্যের বিষয়টি এখনও চোখে পড়েনি। আপনার কাছে জানলাম। এখন আমরা সেটিরও খোঁজ করবো।’

এখন পর্যন্ত কোন কোন আইডি নিয়ে কাজ করছেন জানতে চাইলে ডিসি বলেন, ‘শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, নিউটন তরফদার ও বিনিয়াস হাসদা নামের কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। সেগুলো নিয়েই আপাতত কাজ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আপত্তিকর নোংরা মন্তব্য পুলিশ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর