তেলেঙ্গানায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, মৃত ৯
২১ আগস্ট ২০২০ ২১:১৭ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ২২:২৩
ভারতের তেলেঙ্গানায় একটি জলবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যেই ভেতরে আটকে পড়া ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্র প্রদেশের সীমান্ত ঘেঁষা তেলেঙ্গানার শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রের আন্ডার টানেল পাওয়ার হাউসে ওই আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা।
এদিকে, বার্তাসংস্থা পিটিআইকে শুক্রবার (২১ আগস্ট) ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন নগরকুর্নলের কালেক্টর এল শর্মা। তিনি বলেন – মৃতদের মধ্যে দুইজন সহকারী প্রকৌশলীও আছেন।
আনন্দবাজার পত্রিকা বলছে, সে সময় ভেতরে অন্তত ২৫ জন ছিলেন। আগুন লাগার পরপরই কয়েকজন বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করলেও ৯ জন ভেতরেই থেকে যান। পরে তাদের মৃতদেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
কীভাবে এই আগুনের ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত করতে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, উদ্ধার কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।
তদন্ত সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই পাওয়ার হাউসে আগুনের সূত্রপাত হয়।
অন্যদিকে, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ওই ভয়াবহ আগুনের ঘটনায় মৃতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।