Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৪০১


২১ আগস্ট ২০২০ ১৫:৪০ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ১৮:২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমিত ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। আর শনাক্তের তুলনায় প্রায় দেড় গুণ, আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৬২৪ জন সুস্থ হয়ে উঠেছেন এই সময়ে।

গত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। আর এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সময়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৩টি। আগের নমুনা মিলিয়ে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ২ হাজার ৪০১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, শনাক্ত বিবেচনায় করোনাভাইরাসে মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। আর করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। গত তিন দিনেই সুস্থতার এই হার প্রায় ২ শতাংশ বেড়েছে। এর আগে ৪ আগস্ট থেকেই সুস্থতার হার ছিল ৫৭ শতাংশের ঘরে। সবশেষ ১৮ আগস্ট এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৭ জন, বাকি ১২ জন নারী। এখন পর্যন্ত করোনা মৃত্যুবরণ করা মোট মানুষের মধ্যে ৩ হাজার ৪৬ জন পুরুষ, ৮১৫ জন নারী। শতাংশের হারে মৃতদের মধ্যে পুরুষ ৭৮ দশমিক ৮৯ শতাংশ, নারী ২১ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, ৩৬ জন হাসপাতালে ও তিন জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী চার জন ও ২১ থেকে ৩০ বছর বয়সী একজন।

বয়সের হিসাবে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ১৯ জন, (দশমিক ৪৯ শতাংশ), ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৫ জন (দশমিক ৯১ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯৪ জন (২ দশমিক ৪৩ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪৩ জন (৬ দশমিক ২৯ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫১৬ জন (১৩ দশমিক ৩৬ শতাংশ), ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ হাজার ৮১ জন (২৮ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সী ১ হাজার ৮৭৩ জন (৪৮ দশমিক ৫১ শতাংশ)।

করেনায় মৃত্যু করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর