কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সরঞ্জাম দিল ভিয়েতনাম
২১ আগস্ট ২০২০ ১৬:০২
ঢাকা: ভিয়েতনাম সরকার কোভিড-১৯ মহামারী প্রতিরোধে বাংলাদেশের প্রতি মেডিকেল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে গত ১৪ আগস্ট মেডিকেল সামগ্রী হস্তান্তরের এক প্রতীকী অনুষ্ঠানে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ন্যুয়েন কুউক ডাং রাষ্ট্রদূত সামিনা নাজকে স্বাস্থ্য সরঞ্জাম হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত সামিনা নাজ শুক্রবার (২১ আগস্ট) জানান, ভিয়েতনামের পক্ষ থেকে ৩ হাজার পিস পিপিই এবং ২ লাখ সার্জিকেল মাস্ক বাংলাদেশকে দেয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে মজুদের অভাবে (ভিয়েতনামে পুনরায় কোভিড মহামারীর প্রাদুর্ভাব হওয়ায়) প্রস্তাব থাকা সত্ত্বেও ভিয়েতনাম আরটি টেস্ট কিট আপাতত সরবরাহ করতে পারেনি।
জানা গেছে, ভিয়েতনাম সরকারের দেয়া স্বাস্থ্য সরঞ্জাম গত ১৮ আগস্ট ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানযোগে (ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসন কাজে ব্যবহৃত) ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমান বন্দর থেকে বাংলাদেশ সরকার ভিয়েতনাম সরকারের উপহার মেডিক্যাল সামগ্রী গ্রহণ করে।
উল্লেখ্য, ভিয়েতনাম সরকার ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন রাষ্ট্রকে কোভিড মোকাবেলায় মেডিকেল সামগ্রী উপহার দিয়েছে।