Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম চিড়িয়াখানা খুলছে রোববার


২১ আগস্ট ২০২০ ১৩:৫০ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ১৪:০০

আপাতত মায়ের সঙ্গেই কাটছে এর পুরোটা সময়

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র শনিবার (২২ আগস্ট) থেকে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও চিড়িয়াখানা খুলে দেওয়া হবে আগামী রোববার (২৩ আগস্ট)।

শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের এ সিদ্ধান্ত দিয়েছেন।

আরও পড়ুন- বাঘের ঘরে জন্ম নিল ‘করোনা’ [ছবি]

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানায় যেহেতু সবসময় ব্যাপক জনসমাগম হয়, সেজন্য আমাদের একটু বাড়তি প্রস্তুতির দরকার আছে। প্রস্তুতির জন্য একদিন বেশি সময় নেওয়া হয়েছে।’

‘সিদ্ধান্ত অনুযায়ী, প্রবেশপথে দর্শনার্থীদের সবার তাপমাত্রা পরীক্ষা করা হবে। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা হবে। ভেতরে দর্শনার্থীরা যেন নির্দিষ্ট দূরত্ব মেনে চলেন, সেটা আমরা দেখব। হ্যান্ডমাইকে নিয়মিত স্বাস্থ্যসুরক্ষার বিভিন্ন ঘোষণা দেওয়া হবে,’— বলেন ডা. শুভ।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে গত ১৯ মার্চ থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

খুলে দেওয়ার সিদ্ধান্ত চট্টগ্রাম চিড়িয়াখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর